আশার বাসা
----------------
রসকস আর অবশিষ্ট নেই,
যা দেখি রুক্ষ শুষ্ক মাটি
ফসলহীন ফলহীন কিছু শুকনো ডালপালা।
সবে শীতের শুরু, শেষে কি কিশলয় পাব?


বোধ
------
প্রথমে পড়া শিখতে হয়
তারপর পড়ানো।
তাই কেউ কেউ সারাজীবন ছাত্র
আর দু একজন শুধু শিক্ষক।


প্রজন্ম
--------
কখনও শুনেছেন, বাবা চাইছে
আর ছেলে আলাদীনের আশ্চর্য প্রদীপের জিন হয়ে যাচ্ছে।
বরং ছেলের জন্য বাবা তাই।


ছেলের জন্য বাবা তাই
আগামীকে আহ্বান করে।


আত্মস্থ
---------
বইতে বইতে তুমি ক্লান্ত হবে
দৌড়তে দৌড়তে হাঁপিয়ে উঠবে
প্রতিযোগিতায় তুমি তোমার নাম খুঁজবে।


চলতে চলতে তুমি ঠিক নিজেকে খুঁজে পাবে।


একাগ্রতা
------------
সাফল্য পরিশ্রমের সমানুপাতিক।


নিজেকে দোষ দেওয়া শিখলে
খাল কেটে স্রোত আনা যায়,
কখনই কুমির আসে না।