হাত
-----
খালি হাত
তাই স্রোতের হাততালি।
কিছু কর্মের ভার গুঁজে দিলে
সব হাত যে যার হাতজোড়া প্রণামী।


ছন্দ উৎসব
---------
মা যেসব কবিতা লেখে
বাবা তাতে রোজ উৎসব যোগ করে।


আমাদের সেই সব সংগ্রামী বই
ছন্দ সাহিত্যে ভরপুর।



শিশির ভেজা
------------
শিশিরের শব্দে কলমীর ঘুম ভাঙা
মনে রাখে না সকাল ,
মনের গভীরে রোজ যে শব্দ
তোমার জন্য আমি রোজ তাই নিয়ে বাঁচি।


প্রকাশ্য
-------
প্রেক্ষিত যাইহোক
অস্পষ্ট থাকে না বেশিদিন,
প্রকাশধর্মে
মাটিতেও চাঁদ আকাশ আঁকে ।