(১)
পায়ে পায়ে এগিয়ে যাওয়া
সময়ের সাথে মেলায় সময়চরিত ,
হৃদয় পড়ে থাকে তারই এক কোণায়
স্বতন্ত্র আবাসের উপাখ্যান হয়ে।


(২)
অনেক রাতে
আমি অন্ধকারের ঔজ্জ্বল্য দেখেছি।


সেখানে আলো করে বসে আছে
যুগের হৃদয় রাঙা আমার মা আমার বাবা।


  (৩)
পাহাড়ের গায়ে ঠোক্কর খেতে খেতে
নদীর মতো হয়ে গেছি ,
মা , তোমার মতো তুমি আমাকে
এই জীবনের স্রোত করে দাও।