মাথার উপরে আকাশ ভেঙে পডলে
পায়ের মাটি সরে যায়


টালমাটাল পায়ে দীর্ঘ পথ
চেনা দিগন্তে অজানা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়
এই বুঝি মানুষের বেশে অন্য
সামনাসামনি কৈফিয়ৎ চায় মানুষকে


মাটি এসব কিছু জানে না
সে তো বরাবর চারাগাছের প্রাণ
উড়তে শেখা সমস্ত ডানার জন্য
সে অপেক্ষা করে
সমস্ত যুগে যুগান্তরে।


আকাশের মত
সূর্য ঘেরা মাটির আশ্রয়।