সকাল বেলায় শিউলি ঝরে
বাতাস ধীরে বয়
ঘাসের আগায় মুক্তো মতন
শিশির লেগে রয়,


নীল আকাশে ভাসায় ভেলা
সাদা মেঘের দল
রঙে রঙিন পদ্ম শালুক
ফোটায় ঝিলের জল।


সবুজ রঙের ঢেউ খেলা যায়
মাঠ ফসলের ঘ্রাণ
টগর ছাতিম কামিনী ফুল
শরৎ রাণীর প্রাণ।


হিমের পরশ লাগছে গায়ে
কাঁপছে সবুজ বন
শরৎ আবার দুর্গা পূজার
করছে আয়োজন।