প্রাণের আবেগে ভাসে আকাশ বাতাস
বোধ বুদ্ধি জ্ঞানে পাই ফুলের সুবাস,
চোখে চোখ রেখে দেখি প্রেম পুষ্প বাঁক
ফুল রেণু মেখে ঘোরে ভ্রমরের ঝাঁক।
দূরে দেখা মোহনায় আমি নদীহারা
সাত রঙা স্বপ্নে গড়ি জীবনের ধারা,
ধুলোমাখা কর্মযোগে কে আপন পর
সব সত্যি হাতে হাতে গড়ে কারিগর।


অপার্থিবে দেখা যায় ঈশ্বর আধার
জীবনের কথা নিয়ে জগত সংসার,
ফুলে ফলে শস্যে ভরা সযত্ন বাগান
মানুষ কুড়ায় দিন খোঁজে বিশ্বপ্রাণ;
ইচ্ছের আকুল আশা তরঙ্গ বাতাস
চারিদিকে গড়া থাক প্রেমের আশ্বাস।।