আমি ছিলাম বলে আমি আবার উঠে দাঁড়াই
নিজের দিকে নিজে আমি আবার হাত বাড়াই,
দুঃখ ব্যথা যন্ত্রণায় কিছু সুখের আলো ছড়াই
এই আমি অনেক বড় আমি তাই করি বড়াই।


ফুল ফোটা কোনো দিন শুরু আমি গান গায়
পাখিদের সাথে দূর ঠিকানায় উড়ে চলে যায়,
মাটির টানে পথ উঠোনে আবার পাড়ি জমায়
এই আমি সেই আমার আমি আত্মগরিমায়।


যা আছে সব আমার আছে গচ্ছিত সেই আমি
তাই নিয়ে কাটছে আমার জীবনের বেলাখানি,
উড়িয়ে ধুলো নবীন আকাশ আমি নিত্যকাল
সুরের মাঝে সুর বেহাগে বুনছে হৃদয়জাল।


আমি আছে তাই আমি আছি ভাসছি দরিয়ায়
তোমার সাথে তুমি এসো এই আত্মগরিমায়।