বাবার মতন এত আপন
হয় না যে আর কেহ
বায়না শাসন সব কিছু পাই
আদর আবদার স্নেহ।
হাত ধরে হাত চলতে শেখা
পথ এগিয়ে দূরে
গাছের মতো সবুজ মায়া
বাবার হৃদয় সুরে।
বাবা তুমি ভালো থেকো
তোমার কর্ম সুখে
রাখবো ধরে চিরটাকাল
আমার ছোট্ট বুকে।
আজ আমি যা, বাবার জন্য
রইল প্রণাম তাঁকে
ছেলেমেয়ের স্বপ্ন যত
বাবারাই তো আঁকে।