রাস্তায় হাঁটতে হাঁটতে
বাবার হাত কিছুতেই খুঁজে পাচ্ছি না
মনে হচ্ছে যেন চির জীবনের জন্য হারিয়ে যাচ্ছি।
এমন সময় বাবা এসে হাত ধরে
কত অচেনা রাস্তায় আমাকে হাঁটিয়ে নিয়ে গেল,
সেই রাস্তায় আমি আজও হাঁটছি।
বাবার হাত সরে গেছে
চেনা অচেনা অনেক রাস্তা
মাথার মধ্যে সহজেই ঢুকে গেছে।
এসে গেছে ছেলের হাত
সেই হাতকে শক্ত করে চেপে ধরে
ব্যস্ত রাস্তায় হাঁটিয়ে চিড়িয়াখানায় যাই
সার্কাস দেখাই।
বাবার শেখানো রাস্তার কথা শুনে ছেলে হাসে
বলে- বাবা। এমন রাস্তা হয় !
আমি ছেলে আর বাবাকে মেলাই,
রাস্তা খুঁজি
আর রাস্তায় বাবার শক্ত হাত।