আমিও ভেবেছিলাম বাঁচতে কি আর লাগে?
একটু ছাদ একটা কাপড় আর একমুঠো ভাত
সঙ্গে নুন।
কিন্তু জগত ঘুরে সুখ পসরার এত আয়োজন দেখে
বুঝলুম, বাঁচা আসলে আরাম কেদারায়
নিজের ঠেলা নিজে বুঝুন।


ছাদ পেয়েছে কাপড় হয়েছে খাবারও তার অঢেল
তবুও মানুষ জমা করে
আরও ভাল বাঁচতে চায়
তোমার সাথে।


অথচ বাইরে কত মানুষ মিছিল একটু বাঁচা খোঁজে
পায় না ছাদ নেই তো কাপড় কোথায় ভাত?
নুন তো অনেক দূর।
রাস্তার ধারে লাইন দিয়ে প্রাণ ধুকপুক ওই যে মানুষ
কি যে করে কোথায় যায়?  
বেঁচে থাকায়
বাঁচার স্বপ্ন সুর।