বাংলা ভাষাতেই আমি কথা বলি সব
হৃদয়ের উচ্চারণে করি কলবর,
বাংলায় আমার সুর ভাটিয়ালি লোক
জারি সারি লালনের রবীন্দ্র আলোক।
বিদ্যাসাগর রবীন্দ্র বঙ্কিম শরতে
নজরুল সুকান্ত ও সুনীল শঙ্খ-তে,
আমাদের মননের বাংলার গৌরব
ভাষার সমৃদ্ধি দেয় মুক্তির সৌরভ।


যুগের সঙ্গে মিলিয়ে বাংলার মরম
গভীরতা আলোকিত ভাব সরগম,
বাংলাতে ছড়ায় প্রীতি ভাষার অদিতি
এ বিশ্বে বাংলা ভাষাও মানব সম্প্রীতি;
বাঙালির সৌরদীপ্তি এ বাংলা ভাষাতে
সগর্বের উচ্চারণে ধরে হাতে হাতে।