আমাদের বাড়ি পাশের বাড়িকে ডাকে।
পাশাপাশি বসে। হা হা করে হাসে।
আবার তুচ্ছ তাচ্ছিল্যে তুমুল ঝগড়া করে।
দরজা বন্ধ করে বাইরে যায়।
ভেতরে ঢুকে বন্ধ করে দেয়।
জানলা খোলে আবার বন্ধ করে।
সেই ফাঁকে পাশের জানলার খোঁজ করে।
তাতে রোদ আসে খেলা করে।
জ্যোৎস্না এসে হৃদয় হয়।
হোলির পরে বাড়িতে গর্মি।
আমাদের বাড়ি পাশের বাড়ি সব চুপ চাপ।
বসন্তের দিকে তাকিয়ে।