বারান্দাতে এসেছিল বৃষ্টি যখন
আমি তখন বর্ষা মেয়ে বেণুবন,
টুপ টুপ টুপ টাপুর টুপুর ফোঁটা
মন পিপাসায় রাখছি এটা ওটা।


শরীর ভাঁজে লুকিয়ে কিছু কণা
সবুজ ভেলায় ভাসাই এ বঞ্চনা,
ঠোঁটের কোণে ভিজিয়ে কপোল
মিশেল হাওয়ায় উড়ছে নিচোল।


বর্ষা আমি ভরসা করি সুখের
ছাতা আছে ভিজছি তবু বুকের,
কান্না ভেজা কষ্ট কত লেখা
বর্ষা আমি ঝাপসা দেখি দেখা।