ভালো আছি ভালো থেকো
ভালো থাকতে হয়
ভালো থাকার জীবন হিসেব
নিজের জন্য নয়।
ফুলকে দেখে ফল না পেয়ে
আসে দুঃখ তাই
সেই সে ফুলে মালা গেঁথে
সুখ যে খুঁজে পাই।


মুঠো খানিক খাওয়া সেরে
ফাগুন হাওয়া বয়
সারাটা দিন ভরা পেটেও
খিদে লেগে রয়।
ধুলো কাদা রোদে জলে
বাঁচে ভালো সব
পরিপাটি ঘরে বাইরে
তবু কলরব।


ভালো আছি ভালো থেকো
ভালো থাকতে হয়
জীবন মানে ভালো থাকা
মানুষ পরিচয়।