আমি ভারতের অধিবাসী ভারত আমার দেশ
সবার সাথে মিলেমিশে গড়ি মনোরম পরিবেশ,
ঠাণ্ডা গরম মৃদু মন্দ যেমনটি চাই আবহাওয়া
ঘন জঙ্গল মরুক্ষেত্র সমতল আর পাহাড়িয়া
সবার উপরে বইছে মলয় উত্তুরের মৌসুমী
পরিক্রমায় ভারতে দেখি আবহাওয়ার দুষ্টুমি।


হিমালয় থেকে কণ্যাকুমারী বাস করে সব জাতি
মেল বন্ধনে সবার সংস্কৃতি উৎসবে উঠে মাতি
পবিত্র করা সবার পদধূলি ভারতকে করে গর্বিত
ভারতবর্ষ আমার পৃথিবী শান্তি সম্মানে বর্ধিত।


কর্তব্যের কর্ম শৃঙ্খল আমরা যেন না ভুলি
মানবতার কোন বিচ্যুতি না লাগায় কালিঝুলি
ভারতবর্ষ আমার দেশ, সবার সেরা জন্মভূমি
এসো জয়গান করি আহ্বান দাঁড়িয়ে থেকো না তুমি।