বঙ্গ এবং বাংলা ছাড়াও বসবাস আছে বাঙালীর
ভাষাগত কারণে এরা কেউ অযোগ্য নয় পৃথিবীর
ভাব ভালোবাসায় উচ্ছ্বাসে প্রকাশে স্বতন্ত্র এক জাতি
কিছু হবে না এ ভাষার ভেবে কেন কর বজ্জাতি?


উচ্চ শিক্ষার কর্ম পরিসর নাই কি এ ভাষার পঠনে
তাই কি বাংলা ছেড়ে দিয়েছো নিজের অলীক গঠনে?
এই যে সমাজ বিচ্ছিন্ন পথ প্রেমহীনতার রোগ
মননে ভাঙনে হিংসা শাসনে কেন কর তবে শোক?


অনুভবের ভাষা আছে প্রজন্ম শেখেই নি অনুভবে
বাংলাটা ঠিক আসে না তাই অবাঙালী হয়েছি সবে
পরের বুলি শিখে শিখিয়ে ভুলেছি দয়া মায়া প্রেম
নিজের প্রকাশ ভাষা হারিয়ে হয়েছে পৃথিবীর 'শেম'।


বলছে যারা কলমী শাকে হাঁসের ডাকে উঠোনে
ধান শিশিরে ঘাসের ধারে ডিঙি বেয়ে শালুক বনে
উনুন জ্বলা সেঁকা রুটি পান্তা ভাতের লঙ্কা পিঁয়াজ
তারাই যে সব বাংলা বলা বাংলা ভাষার অধিরাজ।

এ ভাষা তাই প্রাণের ভাষা বঙ্গ বাংলার ঘরে ঘরে
ছড়িয়ে আছে বিশ্ব জুড়ে আড্ডা অনুভূতির অন্তরে
হাসি কান্নায় দুঃখ সুখে কষ্ট ব্যথায় এই মাতৃভাষা
জীবন খুঁজে দেয় এনে দেয় ভরসা জাগা ভালোবাসা।