রাতজাগা ভোরের মত আমি অমলতাস
আমার বুকে জমে আছে ব্যথার দীর্ঘশ্বাস,
আদর আবদার অনাদর সব পড়ে আছে
তুমি চলে গেছো তবু আছো স্মৃতির মাঝে।


সময় দাঁড়ায় না কারো আসা যাওয়া ছন্দে
জীবন কাটাবো আমরা জীবনের আনন্দে,
আমি শুধু তুমি তুমি হয়তো কাটাবো বেলা
তুমি কি পারবে এই আমি আমি অবহেলা?


অন্য মিলনের তুষ্টি দিয়ে গেছে যে বিরহ
তারই দহনে পুড়ছে আমার হৃদয় অহরহ,
দিকচিহ্নপুরের শূন্য সংসার বাকহীন একা
মনে হয় আছো তবু তোমার পাই নি দেখা।


এই যে তোমার কাছে এই আমি যাব যাব
বুকের ভেতরে কত কথা তুমি আমি কব,
আটকে আছে সুরে সুর মিলন আমাদের
আকাশের সবটুকু এ ব্যথা ভরা দিগন্তের।