বেড়াতে বেরিয়ে দেখি আকাশ অসীম
যেদিকেই যায় চোখ প্রকৃতি সসীম ;
আলো ভরা মাঠ ঘাট সবুজ স্বাগত
ভিউ পয়েন্ট দাঁড়িয়ে ডাকছে সর্বত্র ।
দৃষ্টিগোচরে সাজানো বিশ্বটি সুন্দর
তার নীচে চোখে জল রাখি না খবর ;
ছবি তুলে মন ভরে নিজেকে সাজায়
মনে ভাবে আছি আমি পাহাড় চূড়ায় ।


কাজ ছেড়ে ঘোরাফেরা খুশির আহ্বান
প্রসিদ্ধ ও ইতিহাস সচক্ষে সন্ধান ,
সফরের খুব মজা তাই পর্যটক
নিজেকে ঘরেতে আর রাখে না আটক;
মন চায় যেদিকে সে করে যে ভ্রমণ
বিশ্ব ঘূর্ণিপাকে ঘোরে সঞ্চয় জীবন ।।