তোমার কিছু লেখ্য আমার কিছু লেখ্য
পাতায় পাতায় লাইনে করে লিপিবদ্ধ,
আমরা রচনা করি মানুষের আলেখ্য
বইমেলায় সেই সব ভাব থাকে আবদ্ধ।


কথা আরও কথা হয় মত বিনিময়ে
শব্দের আলোচনা খোঁজে নতুন শব্দ
অক্ষর নিবেদিত হয় আরও সবিনয়ে
বইমেলা তাই অনন্তের কথামুখ প্রবন্ধ।


জ্ঞানের দিশায় জ্ঞান মলাটকরণ
লেখকের পরিধি ছোঁয় কল্পনার ভাষা
অন্তরে বিস্তার হয়ে পাঠক করে বরণ
বইমেলা তাই আমার বছরের আশা।


বই মেলার তাকে সাজানো আমি বই
পাঠকের দিকে শুধু পৃষ্ঠা হয়ে চেয়ে রই।