দূরে সবুজ মনটা অবুঝ
পাখি ওড়ে ঝাঁকে
পথিক একা যাচ্ছে দেখা
ওই যে পথের বাঁকে।


গাঁয়ের ধারে পুকুর পাড়ে
দাঁড়িয়ে তাল সারি
কচি ঘাসে রৌদ্র হাসে
মেঘ করেছে আড়ি।


ধানের খেতে কৃষক মেতে
ফসল ফলায় সুখে
ডিঙি করে ফিরছে ঘরে
বালক উদাস মুখে।


ঝিলের জলে হাঁসের দলে
পদ্ম শালুক মিলে
গাছের ছায়া পথের মায়া
বলছে কোথায় ছিলে।


কিচিরমিচির পাখপাখালির
ফুলের হাসাহাসি
দেখছি যত মধুর মত
বলছে ভালোবাসি।