দেখা হয়েছিল দেখা হয়ও
বন্ধু বাড়ানো হাতে
অনেকে চলেছে আমিও
এই পথে এক সাথে।


পরিচয় হয় পরস্পরের
কেমন আছো আছি
সকলের জন্য বন্ধুপ্রীতি
পথ রেখেছে সাজি।


দেওয়া নেওয়া ও পাওয়া
সবকিছু হয়, হয় না
পথে পথে তাই বন্ধু আছে
স্বার্থকে করে ফেলনা।


আগে থেকে চেনা বা পরে
পায়ে পায়ে এগিয়ে
পথ চলাতেই বন্ধু আপন
মাটির বুকে দাঁড়িয়ে।


সম্পর্ক বাঁধন খোঁজে পায়
পথের ধুলি কণায়
বন্ধুত্বের শেকড়ে শৃঙ্খলে
জীবন বাঁচে বাঁচায়।


আঁকাবাঁকা অলিগলিতেও
আমাদের মতামতে
আবার দেখা হবে হয়ও
বন্ধু আছে যে পথে।