আকাশ জুড়ে কালো মেঘে
হলে অঝোর বৃষ্টি
বন্যার জলে গ্রাম ভেসে যায়
এ কি অনাসৃষ্টি।


ঘরের ভেতর জল ঢুকে যায়
ভাঙে মাটির বাড়ি
রাস্তা ঘাট সব জলে জলময়
নৌকোতে দেয় পাড়ি।


মানুষ পশু নদীর পাড়ে
কিংবা গাছের ডালে
কষ্ট করে ত্রাণের আশায়
বাঁচে নাজেহালে।


নষ্ট ফসল জিনিসপত্র
অভাব খাওয়ার জলে
প্রতি বছর বান ও বন্যায়
জীবন ভেসে চলে।