সরু আল বেয়ে যেতে যেতে
আমার মাকে পাবে
এখন আমি অনেক বড়
তবু মাঝে মাঝে পাহাড় ঠেলতে না পারলে
আমিও যাই
ঘুরে বেড়াই সেই সরু আল পথে।


পুকুর ঘাটে বিষাদের ছায়া নামে
জল এসে পা ধুইয়ে দেয়
দেখি মায়ের ছায়া
উল্টানো আকাশের গভীরে,
চাঁদ তারা থাকে
তাদের প্রত্যেকের ঘরে ঘরে।


আমার হৃদয়ের প্রতিমূর্তি
প্রতি মুহূর্তে আমাকে মা এনে দেয়।