তুমি আমাকে স্থান দাও না
তাই তোমার বাড়িতে বসতে
আমার বয়েই গেছে


মাঝে মাঝে আসব দেখা করব
তার বেশি জানাতে জানতে
আমার বয়েই গেছে


তুমি ভাবো কে রে কি সব বলে
সব বুঝি। তাই তোমাকে বোঝাতে
আমার বয়েই গেছে


মনোভাব অত সস্তা না, বিলোবো
সাধনা বিফল হয় না, তাই তোমাকে
আমার বয়েই গেছে


স্থান দিয়ে তারপর অবহেলা?
এমন ভাবের বিনিময়ে তোমার কাছে থাকতে
আমার বয়েই গেছে


ভাল থেকো বলা হয় তাই বলি
তা না হলে জীবনের কথা বলতে
আমার বয়েই গেছে।


আমিও ভাল আছি আমার মত
তোমাকে সে ভাল লাগা বোঝাতে
আমার বয়েই গেছে।