বর্ষাকালের বৃষ্টিরে তোর
একটুও বোধ নাই
উল্টো সময় ঝরতে থাকিস
করিস বেগড়বাই।


যেই বেরোচ্ছে কাজে লোকে
অমনি আসা চাই
জামা কাপড় ভিজে একসা
রাখবে কোথায় ভাই?


মেঘের ছায়া রোদের খেলায়
হঠাৎ চারিদিক
আবছা আঁধার ঝাপসা হয়ে
বর্ষা এলো ঠিক।


ভরা নদী জলের ধারা
গঙ্গা পদ্মা তাতে
বান ও বন্যার ভ্রুকুটি সব
নিয়ে আসে সাথে।


বৃষ্টি রে তুই দুষ্টু ভারি
গোমড়া মুখে হাসি
কাদা প্যাঁচ প্যাঁচ গন্ধ ফুলে
তবু ভালোবাসি।