ঝিরিঝিরি টুপটাপটুপ
পড়ছে রিনিঝিনি
বৃষ্টি পথে কে চলে যায়
যেন আমি চিনি।

বর্ষা এলো তারই সাথে
তাই তো আমি চলি
টাপুর টুপুর বৃষ্টি সুখে
প্রেমের কথা বলি।

সামনে তুমি পিছে আমি
মাঝে বৃষ্টি ফোঁটা
মেঘের দালান আকাশ পারে
জলের সাথে ছোটা।

কদম কেয়া টগর বকুল
তোমার সবুজ অঙ্গে
কাঁপছে হৃদয় শরীর ও মন
যাচ্ছে তোমার সঙ্গে।