সাহিত্যের সাবালক 'মাধুকরী' বেশে
'ঋজুদা' ও 'কোজাগর'-এ প্রেম ভালোবেসে,
'কোয়েলের কাছে' মন 'হলুদ বসন্ত'
শরীরের ঊর্ধ্বে তাঁর হৃদয় অনন্ত।
সম্পর্কের 'চাপরাশ'-এ চরিত্র চিত্রণ
স্ত্রী পুরুষের সংজ্ঞায় যা কিছু ধারণ,
লেখ্য স্রষ্টা বুদ্ধদেব করেন বর্ণন
যৌব সত্ত্ব সাধনায় জাগে শিহরণ।


মানুষ এবং জঙ্গল 'শালডুংরী' আঁকে
নেশার ঘোরে 'বাবলি' সবুজের ফাঁকে,
গদ্য কবিতার মত সে এক অনন্য
প্রাণের স্পর্শ 'একটু উষ্ণতার জন্য'।
সাহসী প্রেম লিখন প্রকৃতি পিয়াসা
মৃত্যু তার মৃত্যু নয় হৃদি ভালোবাসা।