কোন নারীর জীবনে কোন ব্যর্থতা নেই।


কোন না কোনভাবে কোন পুরুষ
কিংবা অন্য কোন নারী
তাকে সীমানা ঘেরা আকাশ দেখায়
আকাশে ঘন কালো মেঘ ভাসায়
মেঘের নীচে কাক শকুনের আড্ডা জমায়
বিধি নিষেধের রুক্ষ শুষ্ক হাওয়ায়
তাকে ঘোরায় পাক খাওয়ায়।


যেটুকু মাটির উঠান ও পথ চলতি কাদা থাকে
তাকেই কংক্রিটের সংস্কার বানাতে কেটে ফেলে গাছ
ফসলের ক্ষেত ফুলের বাগান।


তবু মেয়েটি নারী হয়
সমস্ত কুয়াশা ছিন্ন করে
যেটুকু দাঁড়ায় যতটুকু দাঁড়ায়
সবটাই সে মানুষ হয়ে যায়
কোন না কোনভাবে সৃষ্টিতে হাত লাগায়।


সৃষ্টি কখনও ব্যর্থ হয় না
কোন নারী কখনও ব্যর্থ হয় না।