আমরা সবাই ছবি প্রেমিক বের করে ক্যামেরা
জব্বর মেগা পিক্সেলে ক্লিক করি সেরার সেরা,


ঐ যে চলছে পরিযায়ী ফিরবে কোন দূর গ্রামে
তাকে পৌঁছে দিইনি ইতিহাস করেছি সংগ্রামে।
সবাই মিলে মারছে রক্তে মাখামাখি মুখখানি
ছবিতে আরো স্পষ্ট। বাঁচাতে হয় কি? কি জানি?
নিরন্ন হাড় জির জিরে কেমন ধুঁকে ধুঁকে মরছে
পুরস্কৃত সেই ছবিই তো অঢেল খাবার আনছে।  
মায়ের পিঠে ঝোলানো শিশু মাথায় ইট বোঝাই
এ ছবির যা মুন্সিয়ানা তাতে মুগ্ধ হয়েছে সবাই।
অভুক্তের মুখে তুলে দেওয়া খাবারের ক্যাপশান
হাসিমুখে ফিরিয়ে দেওয়া জবাবের শ্লো মোশান
লড়াই করা মুখের পাশে একা দাঁড়ানো পৃথিবী
আমরা তো ক্লিক করি জীবনের ওঠাপড়া সবই।


তাই আমরাই ছবি প্রেমিক শুধু তুলে গেছি ছবি
জীবন তুলে ধরতে পারিনি হয়েছি ভাবুক কবি।