বাবা, তুমি আমাকে কর্মী হতে শেখাও নি
বুদ্ধির খেলা গোলকধাঁধাঁয়
আরও উঁচু আরও উঁচু প্রথা শিক্ষায়
আমি আজ বিদেশ বিভুঁই।
ধানকাটা মাঠ ইঁদুরের খেলা
জল বয়ে যাওয়া খালের ধারে গাছের পাতা
পুকুর ঘাটে পা ডুবিয়ে মাছরাঙা দৌড়
কলমীর গায়ে গায়ে কত পিঁপড়ের সারি
কাদা রাস্তা গাঁয়ে ফেরা বিকেলের লোকজন
সব আজ প্রাক্তন হয়ে গেছে
আমার কোট টাই বুট
আর ঠাণ্ডা ঘরের দিনরাত লেকচারে।


যেটুকু যোগসূত্র ছিল
তাও আজ মণিকর্ণিকা ঘাটে তোমাকে ভাসিয়ে
আমি সূর্য প্রণাম করছি।