অভিমানী
-------
পিয়াল শাখে ডাকছে পাখি
বউ গো কও কথা
মুখ ফিরিয়ে আর থেকো না
লুকিয়ে নিজের ব্যথা।


উষ্ণায়ন
-------
কাটছো গাছ গড়ছো নগর
উষ্ণ হচ্ছে ধরা
নিজের হাতে নিজের ধ্বংস
বন্ধ করো ত্বরা।


বাংলা আশা
----------
বাংলা আমার মায়ের ভাষা
আশৈশবের ভালোবাসা
প্রাণের মাঝে প্রাণ খুঁজে পাই
মুক্ত জীবনের আশা।


উড়ান
------
মন ভেসে যায় সেই সুদূরে
তেপান্তরের দেশে
জীবন যেথায় হাসির খুশি
ভালোবাসায় মেশে


পণ
----
বিয়ের জন্য আর পণ নয়
     বাপের বাড়ি তো পর
এই ঘরেতেই এখন আমি
        বাঁচার জীবনভর।


তৎক্ষণাৎ
--------
শনি বলে-"আহা বাছা, টেক সাম রেস্ট"
হাফ ডে তে ফিরে দেখি ঘরময় গেস্ট!
নিউক্লিয়ার তৎক্ষণাৎ একান্নবর্তী নেস্ট
সাপ্তাহিক ক্লান্তিও উধাও, অল দি বেস্ট।