এঁকেবেঁকে চলাটাই চলার গতি
বেঁচে থাকা জীবের ঠিক সম্মতি,
ভেতরে ভেতরে কিছু পূর্ণ চাঁদ
পুকুরের সব জল ধরে রাখে বাঁধ।


মাটির ভেতরে ক্ষয় রোগের
হিসেব বলছে ওসব তো পরের
তারপর ভেঙে পড়া একদিন
সামনে দাঁড়িয়ে বাজায় বীন।


বলার পরেও ভাবনা ভাবি
লুকিয়ে রাখি লুকানো চাবি
তারপর খুলতে গিয়ে সাফল্য
আঁকাবাঁকা ধরে নেয় মূল্য।


দূরে দেখা যায় কত কি চিত্র
দেখেই, নিজেকে ভাবি বিচিত্র
অধরা সেইসব ধরেও হারাই
সোজা চলা বারবার ভুলে যাই।