অচিনপুরে ডাক দিয়ে যায় আমার ছেলে বেলা
এখন আমি কত বড় জীবন ছেলে খেলা,


তেপান্তরের মাঠ পেরিয়ে এলাম অনেক দূরে
আয় রে আমার দুষ্টু ছেলে বলছে না কেউ সুরে।


খেয়া ঘাটে জীবনখানি ঢেউ পারাপার করে
ঝাঁকায় ভরা পারের খেলা আকাশ বুকে ধরে,


সুখের মাঝে দুখ দরিয়া প্রজন্ম নেয় পিছু
অলীক আঁকা মন খেয়ালে সেই তো অনেক কিছু।


পাথর ভরা রাস্তা বাঁকা কষ্ট ছেলে বেলা
বিনিময়ের পরম আঁধার বসায় স্বপ্ন মেলা,


ঠাম্মা দিদা সুখ সারি সব রাজকুমারের বেশে
শূন্যপুরের একলা আমি হলাম অবশেষে।


দাঁড়াও ও ভাই দিগন্ত পথ ছোট্টো আমার বাসা
শিশু জীবন পথিক পথে আমার ভালোবাসা।