অভিমান জমা হলে এসে যায় শীত
ঝরিয়ে ঝরা পাতায় গেয়ে যায় গীত,
কিশলয় ডালে ডালে বইছে মলয়
একান্তে গোপন কথা বলে যে হৃদয়।
তুমি আমি দূরে দেখি ফুটেছে পলাশ
কৃষ্ণচূড়া রাধাচূড়া করে অধিবাস
মনের শিমূল ফুল খুঁজছে মিলন
কপোত কপোতী করে হৃদি সম্মেলন।


চোখে চোখ পড়ে যায় পারি না ফেরাতে
না বলা অনেক কথা বলি ইশারাতে,
নদী পাহাড় প্রকৃতি ঠিক বুঝে যায়
তাই তো রাঙা শিশিরে পথ ভিজে যায়।
মনের দোলনা দোলে ওই নিরালায়
চলো যাই গিয়ে বসি গাছ পাহারায়।