তুমি প্রায় দিন ভরপেট
দেশি বিদেশি মদ গিলে গিলে
পেট ফুলিয়ে জল জমিয়ে ক্যানসার বানিয়ে ফেললে
আর এখন তোমাকে সারিয়ে তোলার দায়িত্ব
হাসপাতালের? ডাক্তারের? স্বাস্থ্য ব্যবস্থার?
কেউ বলতে গেলে বলেছো - তোর বাপের পয়সায় খাচ্ছি?
রাত নেই দিন নেই প্যাচর প্যাচর করে চিবিয়ে যাচ্ছ গুটখা পানমশলা
দমভরে টানছ বিড়ি সিগারেট গ্যাঁজা ড্রাগ
তারপর দমবন্ধ ফুসফুস লিক
বাঁচানোর সব দায় কার?
তুমি হেলমেটবিহীন দুচাকার রাজা
স্টানম্যানের মত উড়ে উড়ে চললে
করলে মৃতপ্রায় অ্যাক্সিডেণ্ট,
তারপর বাঁচানোর দায় কার?
ফাস্টফুড খেয়ে খেয়ে হয়ে উঠলে গোলমাটোল
নিজেকে গড়ে তুললে রোগের কলোনি
আর তারপর বাঁচানোর দায়িত্ব কার?
নিজের খাওয়ার যোগান নেই
অথচ বিয়ে করে চার পাঁচটি অথবা তার বেশি
ছেলেমেয়ে নিয়ে লঙ্গরখানার সামনে দাঁড়িয়ে
লম্বা হয়ে ফুটপাত জুড়ে শুয়ে
হাড় জিরজিরে এইসব খিদের মানুষদের
দিনের পর দিন পেট ভরানোর দায়িত্ব কার?
মনমানি করে বিয়ে করব অথবা করব না আর ছেড়ে দেব
তারপর গন্ডাকয় ছেলেমেয়ে লাইন দিয়ে অনাথ ফুটপাতবাসী
কলোনি গড়ে ওঠা শরণার্থী পরিযায়ী উদ্বাস্তু
এদের যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখার দায়িত্ব কার?
সরকার আইন করে
আর সেই আইন ভাঙার জন্য আর একদল উঠে পড়ে লাগে
আর একদল বিরোধীতা করে আইনের পিন্ডি চটকে
লন্ডভন্ড করা জনগণ নেতানেত্রী
দেশের দেশপ্রেমের জয়ধ্বনি দেয়।
তাহলে প্রগতির দায় কার?
এই যে মহামারি এই যে লুকানো ছুপানো
এই যে কিছুজনকে ইচ্ছাকৃত মরণ কুঁয়ায় ঠেলে দেওয়া
সহানুভূতির নামে কিছুজনের দায়িত্ব জ্ঞান হীনতায়
জীবনের পৃষ্ঠায় নেমে আসছে মস্তবড় প্রশ্নচিহ্ন
তাহলে তার দায়ও বা কার?
কাজ নেই কাজ নেই খুব চিৎকার
তারপর যেই কাজ পেয়ে গেলে
অমনি কাজের ফাঁকিতে তুমি হয়ে উঠলে বিন্দাস রাজা
তাহলে পরবর্তীতে সেইসব কাজে
যখন হয়ে উঠল কন্ট্রাক্ট পার্শ্বীয় সিভিক পরিযায়ী
তখন তার দায় বা কার?  
রেশন কেন দেবে না ভর্তুকি কেন পাবো না
কেন আরো বেশি সংরক্ষণ হবে না
এসব কেন কেন না করে অন্যের উপরে দায় না চাপিয়ে
তুমি নিজে
হ্যাঁ তুমি নিজে বাঁচার নিয়ম শেখো
সকালে ঘুম থেকে ওঠো রাতে ঠিক সময়ে ঘুমোতে যাও
পরিমিত আহার নিয়মিত নিয়ন্ত্রিত শ্রম
আয় উপায়ের নজরদারি ও খরচপাতি
নিজের শিক্ষা অপরকে শেখানো
বোধ বুদ্ধিতে শিক্ষিত হওয়া
এবং এ পৃথিবীতে পরস্পরের মিলেমিশে থাকা শেখো
তারপরেও হতে পারে অনেক কিছু অন্য কিছু
তার দায় হয়তো বা অন্যজন নিতে পারে
নচেৎ নয়।
নচেৎ শুধু শুধু অন্যকে দোষারোপ করে
অন্যের উপরে দায় চাপিয়ে
কোন লাভ হবে না
কেউ কোন দায় নেবে না
দস্যু রত্নাকরকে ফল করতে হয়েছে
আমাকেও করতে হবে তোমাকেও করতে হবে
এমনকি তাদেরকেও ফল ভোগ করতেই হবে।