ওই দেখো লাইন দিয়ে বসে আছে ওরা ভাইবোন সাত
খিদে লাগছে ওদের কতদিন ভালো করে খায়নি ভাত।
মা গেছে বাসনমাজা কাজে বাবার কথা ওরা জানে না
ঝুপড়িতে ওরা মারপিট করে আর কিছু মনে রাখে না,
কে দেবে ওদের খেতে কে বা দায়িত্ব নেবে মানুষ করার
সমস্ত দায় কি শুধু রাষ্ট্রের নাকি কোন সমাজ ব্যবস্থার?
এরকম তো আর এক নয় দুইও নয় লক্ষ কোটি হাজার
জন্ম দিয়ে খালাস বাবা মা, আর দায় কি শুধু সভ্যতার?


অথচ রাষ্ট্র যখন বলেছিল এবার নিজেরাই হও নিয়ন্ত্রিত
তখন সমাজপতিরা খুব বলেছিল ওসব সবার ব্যাক্তিগত,
তখন শোনেনি রাষ্ট্রের কথা এখন সমস্ত দায়িত্ব রাষ্ট্রের?
আর যাই হোক ব্যবস্থাকে অযথা করো না অ-মানুষের।