আমি গরীব তার জন্য কি শুধুই দোষ আমার?
তুমি যে ধনী, তাতে কি সমস্ত ক্যালি তোমার?
কে করে চাষবাষ? আর কে বিক্রি করে ডবল?
সে সব সবাই জানে, তবু আমরা করি গজল।
নির্মাণে থাকে ছোটবাবু বড়বাবু তস্যবাবু বাবু
বাটোয়ারায় কন্ট্রাক্টর শ্রমিক মজদূর হয় কাবু।


তাই এ বিশ্বে গরীব থাকবেই যেমন আছে ধনী
বাঁচার নিয়ম শিখে, কারো কাছে হয়ো না ঋণী।

যা কিছু আয় তাতেই মেপে চলা নিজের খরচ
পরিবারকে বাঁচানোর যেন থাকে নিজের গরজ,
কিভাবে পাব ভর্তুকি, কে দেবে একমুঠো রেশন
কর ছাড় দিলে রেহাই পাই আর কম্প্যানসেশন,
ভাতা অনুদান দেবে না মানে, আমাদের সরকার
প্রকল্পের টাকা চাইই চাই, ছাড়ছি না অধিকার।


এভাবে নাগরিক যদি চাইতে থাকে সারাদিন
কেউ যেন এসে বাজিয়ে যায় উপকারের বীণ,
তাহলে দেশ যেমন চলছে ভোটের মুখ চেয়ে
তেমনি চলবে। ধনী গরীবের ফারাক সম্বন্বয়ে।


তাই আমি গরীব তাতে দোষ নয় শুধু আমার,
আর তুমি ধনী তাতে নেই ক্যালি শুধু তোমার।
লুটেপুটে খাওয়া সিস্টেম করে রেখেছে এ বিশ্ব
অধিকার তাই সর্বদা অত্যাচারী ক্ষমতার শিষ্য।


আমি গরীব পার্থিব চাহিদায়, কিন্তু হৃদয়ে ধনী।
তুমি ধনী তবু থেকে যাবে জীবনের কাছে ঋণী।