যখন তখন নেমে আসতে পারে
দিনের ধূসর
পথ চলতি কেড়ে নিতে পারে
অখণ্ড অবসর।
প্রতীক্ষার ডুব সাঁতারে স্তব্ধ ঢেউ
লেগে থাকে
যারা দাঁড় বেয়ে চলে যায় আজ
নদীর বাঁকে।


রাত এসব শোনে না হয়ে আসে
গহীন ক্রমে  
এক একটা মানুষ সকাল হয়
নিজস্ব বিক্রমে,
তারপর নিজেকে দ্বন্দ্বে ভরায়
আকাশ বাতাস
দিনের জন্য দিন খুঁজে ফেরে
আবার আশ্বাস।