দীপ জ্বালিয়ে আঁধার সরে চরাচর
আলোর বর্ণমালায় সেজে ওঠে ঘর,
বাইরে ঘরে উৎসবে মাতে দীপাবলি
খুশিতে উজ্জ্বল প্রাণ মুখে কথাকলি;
পিয়াস হৃদয় ধন মিলনে উজ্জ্বলি
আনন্দমুখ দেখবে জগৎ সকলি।
কষ্ট ব্যথা মন্দ কথা ইতি এ উৎসবে
শুভবোধের ভাবনা ছড়ায় বাস্তবে।


আমরা সন্ধ্যে থেকেই জ্বালাই দীপক
মিষ্টি মুখে শুভেচ্ছাতে হই সন্দীপক,
কালীপূজো নিয়ে আসে অর্চনা উল্লাস
বন্ধনের ভাইফোঁটাতে তারই আশ্বাস।
দীপসজ্জার সম্মিলনে আলোয় আলো
মুক্ত মনে রাত্রি ভাতি ভালোয় ভালো।