সব সময় আমাকে দোষ দেবেন না।


আমি তো আমার ভালো চাইব,
এতে দোষ কোথায়?
আমার ভালো চাওয়ার কোন না কোন রাস্তায়
কিছু মানুষের ভালো চাওয়া আছে থাকবে
আবার কিছু মানুষের ভালো চাওয়া আমার পক্ষে সম্ভব হয় না
তাই সব সময় আমাকে দোষ দেবেন না।


এ পৃথিবীর একদল মানুষ অনাথ তৈরি করে
আর একদল মানুষ অনাথের লালন পালন করে,
তৈরি করা মানুষদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায়
তাদের রুখে দেয় আর একদল
জেহাদের নাম করে।
লালন পালনের নোটশিটে মানবতা উঠে আসে
অনাথ তাই বাড়বাড়ন্ত পৃথিবীর নজরে।


ফলে কে কার ভালো চায়
বোঝা যায় পথে ঘাটে রাস্তার মোড়ে,
আমিও তেমন কেউ
মানুষের ভালো চাই।
যারা সেই ভালো পান নি তাদেরকে বলছি
সব সময় আমাকে দোষ দেবেন না।