আমি আর দুঃখ পোড়াই না।


দুঃখের ঘর এত বেড়ে গেছে
কোন পরিকল্পনা আর কাজে আসে না,
শুধু শ্মশান ছাই ওড়ে সংসার সীমান্তে।


এত মানুষের মাঝে
ঠিক খুঁজে খুঁজে দুঃখের নারী নির্জনতায়
ওরা নিরোর বীণা বাজায়
সুখের হলাহলে।
দুঃখ দুঃখী হয়ে রোজ কোজাগর হয়ে যায়।