ডিউটি ১


এখন আর কেউ কোন কাজ করে না আনন্দে
প্রতি পদক্ষেপেই মুনাফা দেখে নিজের পছন্দে,
নাম খ্যাতি যশ প্রতিপত্তি সবকিছু কাজের অঙ্কে
পরিসেবার মাপকাঠি হয়ে ডিউটি করে দিনাঙ্কে।


ডিউটি ২


মানুষের জন্য কেউ যদি কোন কাজ করলে
ভুল ঠিক লাভ ক্ষতি কৈফিয়ৎ মেলে ধরলে,
কাজের মানবিকতা মুখ ফিরিয়ে চলে যায়
কাজ শুধু ডিউটি করে আনন্দ হারিয়ে যায়।