জীবন হল রঙিন ওঠা পড়া খেলা
আলো ও অন্ধকারের রঙ সাদা মেলা,
সুরম্য প্রাসাদে কেউ নিঃস্ব রিক্ত একা
কেউ ফুটপাতে দেখে জীবনের দেখা।
অনেকে জীবন পায় প্রকৃতির কাছে
মূল্যবোধ খুঁজে ফেরে মানুষের মাঝে,
হঠাৎ বদলে যায় সম্পর্কের টান
জোয়ারের দিকে ভাটা জীবনের গান।


তবু হাতে হাত পায় এ জীবনখানি
মনে হয় বাঁচাটাই প্রেমময় বাণী,
আনন্দ রঙের বর্ষা ভেজায় জীবন
সবুজে সবুজ হয় কিশলয় মন।
তরী বেয়ে চল যাই জীবনের সঙ্গে
ওঠা পড়া লেগে থাক প্রেমের তরঙ্গে ।