আমরা জানি না কে কোথায় কতটা আবির খেলে
হোলির মত কে কোথায় শুধু রক্তের ডানা মেলে
পৃথিবীকে করে ধ্বংসনগরী পদানত করার প্রয়াস
বারুদের পোড়া গন্ধে ভরায় এ আকাশ এ বাতাস।


আমরা যারা কাজের শেষে দুই মুঠো খেতে চাই
তোমার মধ্যে ঈশ্বর খুঁজে তোমাকে পেতে চাই
মানুষের সন্তান মানুষ ভালোবাসবে সেই প্রার্থনায়
এ ধ্বংস পৃথিবীতে মানুষকে মানুষ খুঁজে বেড়ায়।


প্রতিটি ক্ষমতা পৃষ্ঠা বদল শত্রুনাশিনী করে যোগাড়
অস্ত্রের ঝনঝনানিতে মানুষ মাংসের গড়ছে পাহাড়  
তুল্য ভাবনায় শুধু দেখছি হিংসা রক্তের কাড়াকাড়ি
যুদ্ধে শুধু মানুষ মরে আর দুপক্ষই ফিরে যায় বাড়ি।