প্রতিটি পিঠের ভালো আছে খারাপও আছে অনেক
আলো নিভে গেলেও অন্ধকার ফুল ফোটায় শতেক
শেষ করে বাড়ি ফেরা আবার শুরু করে প্রেমের ইচ্ছে
হেঁটে চলা সংহারক আজও তো রত্নাকরের পিছু নিচ্ছে।


চায় নি তবু টানছে তাকে এ পিঠ ও পিঠ সবদিক
বোকার হদ্দ বানিয়ে ক্ষমতা শুধু হাসছে ফিক ফিক
বইছে ঠেলা বইছে যারা তাদের কোন পিঠ নেই
আকাশ জুড়ে ভালোমন্দ তাদের দিচ্ছে না কিছু সেই।