যারা মিছিল করে এগিয়ে আসছে
তাদেরটা বিপ্লব
নাকি যারা মিছিল করে তাদের বাধা দিচ্ছে
তাদেরটা বিপ্লব?


দু পক্ষই আমার পাশের বাড়ির
তার পাশের বাড়ির, তাদের পাশের বাড়ির
বন্ধু, বন্ধুর দাদা, বন্ধুর দিদি কিংবা পাড়াতুতো ভাই ও বোন।
এদের কিছু কিছু মতামত
ওদের কিছু কিছু মতবাদ
আমার মতাদর্শের সঙ্গে মিলে যায়
আর অনেক কিছুই মেলে না।


এদের কেউ কেউ এ এলাকার নেতা
কেউ কেউ ও এলাকার নেতা,
এ কিছু করলে ও তার প্রতিবাদী ভাষণ দেয়
ও কিছু করলে এ তার বিরুদ্ধ কথা বলে।
দুজনেই প্রতিদিন কোথাও না কোথাও বলে
এ হল নীতিগত লড়াই
এ লড়াইয়ে সাধারণ মানুষ আমাদের সাথে আছে
পাশে আছে।


আমি সাধারণ মানুষ
কখন যে এদের পাশে এসে দাঁড়িয়েছি
আমি জানি না।
কিন্তু কার পাশে, নাকি একপেশে?


ভাবতে ভাবতে মিছিল এগিয়ে চলেছে
মানুষের মিছিল,
এ পক্ষ নয় ও পক্ষ নয় শুধু মানুষের মিছিল।
আমি আছি
বেঁচে থাকা বিপ্লবের সেই সব মিছিলে।