বাংলা ভাষার সাহিত্য রূপ
মণি মুক্তো ভরা
জ্ঞান ভাণ্ডার শিক্ষা দীক্ষা
হৃদয় মানুষ করা।


গল্প কবিতা গান প্রবন্ধ
দিক যত দিক আছে
সেরার সেরা সাহিত্য পথ
বাংলা বিশ্ব মাঝে।


কালজয়ী কথামালায়
সংস্কৃতির মুখচ্ছবি
সারা বিশ্ব থমকে দেখে
সাহিত্যের চাঁদ রবি।


বাংলা আমার প্রাণের ভাষা
সাহিত্য গুণাবলী
এই ভাষাতেই বিশ্বের পথে
বাংলা গর্বে চলি।