ভর দুপুরে হঠাৎ করে
বৃষ্টি এল ঝেঁপে
ঝমঝমাঝম শব্দে আমার
উঠল হৃদয় কেঁপে,
দাঁড়িয়ে ঠায় পড়শি বরণ
ও রাধা বিনোদি
একলা সে যে যাচ্ছে ভিজে
আমিও করব কি?
ভাবতে ভাবতে উঠোন জুড়ে
ডাকছে জল আয় আয়
দুয়ার খুলে বাইরে আমি
বৃষ্টির বার বেলায়।


জমা জলে পায়ের পাতা খেলে ঢেউ ঢেউ
দাঁড়িয়ে দেখি হয়তো আকাশ আমার নয় কেউ।
চমকে ওঠে যমুনার স্রোত আমাকেই জড়িয়ে
বলে ওগো, কোথায় ছিলে এত রৌদ্র ছড়িয়ে?


আমি তার চুল ধোয়া জল দৃষ্টি মেলে দেখি
মাঝ রাস্তায় কদম গাছ দাঁড়িয়ে আছে একি!
টাপুর টুপুর সুর বাজে আরো আরো জোরে
আমার আমি এই বৃষ্টি রেখেছে হৃদয় ভরে।