যা অসহ্য গরম এখন
মাথার চাঁদি ফাটে
ঘরে গরম বাইরে গরম
হাঁপিয়ে দিন কাটে।


প্রখর রোদে যায় না টেকা
হল্কা বাতাস আসে
ভিজছে ঘামে সারা শরীর
তপ্ত রোদের পাশে।


গাছের ছায়ায় গরু হাঁপায়
মাঠ ঘাট ফুটিফাটা
নিঝুম দুপুর আইঠাই করা
জানলা দরজা সাঁটা।


নদীনালা পুকুরের জল
হয়েছে খুব নীচু
আকাশে মেঘ বৃষ্টির দেখা
নাই যে কোন কিছু।


প্রকৃতি আজ বিরূপ ভীষণ
উঠছে কেঁপে কেঁপে
ঝমঝমাঝম বৃষ্টির ফোঁটা
আসুক এখন ঝেঁপে।