কিছু পাওয়ার মত আমি কোন সাধনা করি নি
সাধারণের বাইরে নিজের কোন মূর্তি গড়ি নি
দিনরাত এক করা সকলের কথা আদৌ ভাবি নি
অলস মাথায় বইতে থাকা বোঝা বুঝতে শিখি নি।


নিজের ভালো হবে ভেবে যতটুকু কাজ করেছি
তাতে অন্যের কোন ক্ষতি হবে না আমি বুঝেছি,
তাই আমি ফুলকে ফুলের মত দেখেছি, ছিঁড়ি না
মানুষ বাড়িয়ে দেব ভালোবেসে, তার বেশি ভাবি না।


আমাকে তাই আমার জন্য বেশি কিছু দিও না
সাধারণ যা পেয়ে থাকে সেটুকু ফিরিয়ে নিও না
এক ফোঁটা জল আলো বাতাস পেয়েছি পাওনা
থাকছি ছুঁয়ে পৃথিবীকে আমাকে সেটুকুই দাওনা।